Search
Close this search box.

বিশ্বনাথে প্রবাসীদের পক্ষ হতে বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের বৃহত্তর আমতৈল গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় ২০০ পরিবারকে গ্রামের সৌদি আরব প্রবাসীদের পক্ষ হতে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

হিলফুল ফুযুল সংস্থা বৃহত্তর আমতৈল এর ব্যবস্থাপনায় শুক্রবার (১ জুলাই) আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বন্যার্ত পরিবারগুলো মধ্যে ১ হাজার টাকা করে বিতরণ করা হয়।

এলাকার মুরব্বি হাফিজ ইমামুল হকের সভাপতিত্বে ও হিলফুল ফুযুল সংস্থার সাধারণ সম্পাদক শহিদুর রহমানের পরিচালনায় অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা সামছুল হুদা মাসুক, আল আজ স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন হিলফুল ফুযুল সংস্থার সভাপতি মাওলানা জালাল উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য ইমাম উদ্দিন, এলাকার মুরব্বি এমদাদুল হক, মাওলানা আলী আকবর নোমান, ব্যবসায়ী মোহন মিয়া, হিলফুল ফুযুল সংস্থার সদস্য হাজী আলী হোসেন, মতিউর রহমান, মাহবুবুল আলম মুসা, সামছুল হক ওদূদ, মাওলানা আলিম উদ্দিন, হাফিজ নাজমুল ইসলাম প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪