Search
Close this search box.

বিশ্বনাথে বন্যার্তদের মাঝে খেলাফত মজলিসের খাদ্য সামগ্রী বিতরণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন বলেছেন, শতাব্দীর ভয়াবহ বন্যায় সিলেট-সুনামঞ্জের মানুষ যে কষ্টে আছেন তা না দেখলে বুঝা যাবে না। আমরা আমাদের সামর্থ অনুযায়ী বন্যার্ত মানুষের পাশে দাড়িয়েছি। তিনি বলেন, ইসলাম হচ্ছে মানুষের কল্যাণের জন্য। ইসলামের মূল কথা হচ্ছে দুঃখে-কষ্টে, ভালো-মন্দে প্রত্যেকটা মানুষ একে অন্যের পাশে থাকবে। সামজে ক্ষমতাবান এবং বৃত্তবান যারা থাকবে, তারা গরীব-দুঃখি মেহনতি মানুষদের সহযোগিতা করবে। খেলাফত মজলিস মূলত ইসলামের সমাজ প্রতিষ্ঠা করতে চায়। ইসলামের সমাজ মানেই যেখানে কম হোক বেশী হোক সবাই নূন্যতম খাবারের অধিকার পাবে, প্রত্যেক মানুষ কিছু না কিছু কাপড় পড়ার অধিকার পাবে, জীবন বাচার মতো ব্যবস্থা প্রত্যেক মানুষের থাকবে। যতক্ষণ পর্যন্ত একটা সমাজ ইসলামের না হবে ততক্ষণ পর্যন্ত সামজে শান্তি ফিরে আসবে না। সেজন্য খেলাফত মজলিস কাজ করে যাচ্ছে।

তিনি সোমবার (২৭ জুন) বিকেলে বিশ্বনাথ পৌর শহরের মর্নিং স্টার একাডেমী প্রাঙ্গণে খেলাফত মজলিসের পক্ষ হতে বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

সিলেট জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক ও বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ’র সভাপতিত্বে ও উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মাদ মুনতসির আলী, সাংগঠনিক সম্পাদক ও সিলেট জোন ইনচার্জ ডাঃ এ এ তাওসিফ আহমদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাহাব উদ্দিন, সিলেট জেলা সভাপতি মাওলানা সৈয়দ মুশাহিদ আলী, সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমেদ, সহ সেক্রেটারি মাওলানা দিলওয়ার হুসাইন, সিলেট মহানগর শাখার সহ সভাপতি অধ্যক্ষ আব্দুল হান্নান, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা আমির আলী হাওলাদার। স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর খেলাফত মজলিসের সভাপতি সায়েফ আহমদ শায়েক।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা খেলাফত মজলিসের সহ সভাপতি তোফায়েল আহমেদ, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল বারী, পৌর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শরীফ উদ্দীন, নির্বাহী সদস্য শাহিন আহমদ, উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ম্হুসিন আহমদ, প্রচার সম্পাদক আনহার বিন সাইদ, প্রশিক্ষণ সম্পাদক রফিক আহমেদ, দেওকলস ইউনিয়ন সভাপতি হাফেজ রাসেল আহমেদ শিকদার, খেলাফত মজলিস নেতা কামরুল ইসলাম ফারুক, ছাত্র মজলিস নেতা নুরুল ইসলাম প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪