বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ থানা পুলিশের পক্ষ হতে পানিবন্দী ১ হাজার মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমদ বিপিএম (বার) এর দিক নির্দেশনায় এবং সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম (এ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এর সার্বিক তত্ত্বাবধানে প্রতিদিনের ন্যায় মঙ্গলবার (২১ জুন) দুপুরে উপজেলার রামপাশা ইউনিয়নের আশ্রয় কেন্দ্রে পানিবন্দী মানুষের এই খাবার বিতরণ করেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান।
এসময় রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীসহ থানার অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।