বিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সিনিয়র ট্রাস্টী আলহাজ্ব পংকি খান এর মৃত্যুতে ট্রাস্টের পক্ষ হতে শোক প্রকাশ করছেন ট্রাস্টের চেয়ারম্যান মো. মতছির খান, সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন ও ট্রেজারার আজম খান।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বিশ্বনাথ সরকারি কলেজসহ অসংখ্য প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, উপজেলার সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ মুরব্বী আলহাজ্ব পংকি খানের এই চলে যাওয়াটা বিশ্বনাথের শিক্ষা, রাজনৈতিক, সামাজিক এবং বিভিন্ন ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে।
নেতৃবৃন্দ বলেন, প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে এ পর্যন্ত এগিয়ে আসার পেছনে পংকি খানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁর এই চলে যাওয়াতে বিশ্বনাথবাসী একজন জনদরদী সমাজসেবককে হারিয়েছেন, আর আমরা হারিয়েছি একজন অভিভাবককে।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।