বহু প্রতীক্ষিত ছবি আমির খান, কারিনা কাপুর খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’র ট্রেলার মুক্তি পেয়েছে। আইপিএল-এর মঞ্চে, খেলার মাঝে মুক্তি পেয়েছে এই ট্রেলার।
২৯ মে গুজরাট টাইটান্স বনাম রাজস্থান রয়্যালসের খেলার মাঝেই মুক্তি পেয়েছে ‘লাল সিং চাড্ডা’র ট্রেলার। ট্রেলারের ঝলক দেখে মুগ্ধ আমির খানের ভক্তরা।
হলিউডের জনপ্রিয় ছবি, ফরেস্ট গাম্পের (১৯৯৪) অফিশিয়াল রিমেক লাল সিং চাড্ডা। এক শিখ ব্যক্তির গোটা দেশের যাত্রার গল্প ফুটে উঠবে এই ছবিতে। এই ছবির পরিচালক সিক্রেট সুপারস্টার খ্যাত অদ্বৈত চন্দন। ভারতের প্রায় ১০০টি লোকেশনে হয়েছে এই ছবির শুটিং। তুরস্কেও ‘লাল সিং চড্ডা’র শুটিং সেরেছেন আমির।
২০১৯ থেকে শুরু হয়েছিল ‘লাল সিং চড্ডা’ ছবির শুটিং। করোনার কারণে বারবার পিছিয়েছে শুটিং। সেই সাথে পিছিয়েছে মুক্তির তারিখও। অবশেষে দর্শকদের সামনে সেই ছবির প্রথম ঝলক। ১১ আগস্ট মুক্তি পাবে এই ছবি।