নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ইসলামী যুব কল্যাণ সংস্থা গোমরাগুলের উদ্যোগে ১৩০টি বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ মে) দুপুরে গোমরাগুল গ্রামের ঈদগাহ মাঠে এই এই ত্রাণ (পরিবার প্রতি ৪ কেজি চাল ও ৪ কেজি আলু) বিতরণ করা হয়।
সংস্থার সভাপতি মাওলানা জামাল আহমদের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামের বিশিষ্ট মুরব্বী মো. খোয়াজ আলী, ইজ্জাদ মিয়া, মৌরশ আলী, নুর মিয়া, ইছব আলী, কবির মিয়া, সংস্থার সহসভাপতি আবদুল আহাদ, কোষাধ্যক্ষ শফিক মিয়া, সদস্য রুহেল আহমদ, কুব্বার আহমদ, আবদুল বাহার, শামীম আহমদ, হাফেজ কামরান আহমদ, আবদুর রজাক, শফিক আহমদ, আহসান আহমদ, জাবেদ আহমদ, প্রবাসী মইন উদ্দিন প্রমুখ।