বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ও খাজাঞ্চী ইউনিয়নের বন্যা কবলিত বিভিন্ন গ্রামের দুর্গত মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে উপজেলা ছাত্রলীগের পক্ষ হতে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২১ মে) উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পুর নেতৃতত্বে এই ত্রাণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা জুয়েল আহমদ চেরাগ, যুবলীগ নেতা মুনসুর আহমদ, গোলাম মৌলা, সুহেল আহমদ, রুবেল আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা ইকবাল আহমদ, নুরুল ইসলাম নাহিদ, রুবেল আহমদ, লামাকাজী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হোসারত আল মাহদি, ছাত্রলীগ নেতা সেবুল আহমদ, জাকির আহমদ, সুহেব আহমদ, বাবলু আহমদ, মাহবুব আলম, রুহুল আমিন, রকিব আহমদ, দুলাল আহমদ প্রমুখ।
এসময় উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু বলেন, ছাত্রলীগ দেশ ও জাতির যেকোনো ক্রান্তিকালে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। তারই ধারাবাহিকতায় আজ উপর্যুপরী পাহাড়ি ঢলে সিলেটের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে বিশ্বনাথের খাজাঞ্চী ও লামাকাজী ইউনিয়নে আমরা দিন ব্যাপি উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করছি।জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশ মোতাবেক আমরা উপজেলা ছাত্রলীগ বন্যা দূর্গত এলাকায় অতীতের ন্যায় অসহায় মানুষের পাশে থাকবো।