বিশ্বনাথনিউজ২৪ :: টানা বর্ষণ ও পাহাড়ী ঢলের পানিতে আকস্মিক বন্যাকবলিত হয়েছে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নে বন্যা দূর্গতদের মধ্যে শুকনো খাবার বিতরণ করেছেন উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন।
ইউনিয়নের ৯ ওয়ার্ডের জনসাধারণের মধ্যে বিতরণের জন্য তিনি বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে শুকনো খাবারের প্রায় ৬ শতাধিক প্যাকেট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের কাছে হস্তান্তর করেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনাম, মেম্বার চমক আলী, নেপাল চন্দ্র দাশ, আফজল মিয়া, প্রতাপ পাল, জসিম উদ্দিন, সানুর আহমদ, জিসু আচার্য্য, লাল মিয়া, সংরক্ষিত মহিলা সদস্য সোহাদা বেগম, দিলারা বেগম, আক্তারুন নেছা, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য নূর উদ্দিন, আবুল কাশেম, শিক্ষানবিশ আইনজীবি জুবেল আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।