নিজস্ব প্রতিবেদক :: একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামি নূর ওরফে টুন্ডা নূর (৪০)’কে গ্রেফতার করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ। সে উপজেলার লামাকাজী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মৃত রুশন আলী ওরফে মখন আলী।
আজ শনিবার (১৪ মে) সন্ধ্যায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিশ্বনাথ থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই রুমেন জানান, গ্রেফতার হওয়া নূর ওরফে টুন্ডা নূর আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। সে বিশ্বনাথ থানার মামলায় (নাম্বার-১৩, তারিখ-৩০-১০-২১ইং) এজাহার নামীয় আসামি। এছাড়াও তার বিরুদ্ধে আরও ডাকাতি মামলায় একাধিক ওয়ান্টে রয়েছে। আগামীকাল তাকেসিলেট আদালতে প্রেরণ করা হবে।