বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের কৃতি সন্তান, বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী, সিলেট ১ আসনের সাবেক সংসদ সদস্য, দেশবরেণ্য অর্থনীতিবিদ, ভাষাসৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত এর প্রয়াণে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর কফিনে বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) পার্থ সারথি দাশ পাপ্পু, উপজেলা ছাত্রলীগ নেতা মাসুম খান,মুহিব খান, শিপন,নুরুল ইসলাম নাহিদ, জবরুল ইসলাম, রকিব আহমদ, হাফিজ মঈন উদ্দিন প্রমুখ।
বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু বলেন, আবুল মাল আবদুল মুহিত ছিলেন এই সিলেটে জন্মগ্রহণ করা দেশ ও জাতির এক অনন্য সম্পদ।তিনি তাঁর জীবনের শ্রেষ্ট সময়গুলো বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে অতিবাহিত করেছেন। দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র পাশে থেকে বিশ্বস্ততার সহিত বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে নেতৃত্ব দিয়ে গেছেন। তাঁর শূণ্যতা কখনো পূরণ হওয়ার নয়।