নিজস্ব প্রতিবেদক :: সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য নেতৃত্ব ও জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণেই আজ আমরা স্বাধীন দেশে বসবাস করার পাশাপাশি নিজেদের মাতৃভাষায় কথা বলতে পারছি। মুক্তিযোদ্ধাদের ঋণ কোন ভাবেই শোধ করা যাবে না। তবে আমরা শুধু আমাদের অবস্থান থেকে মুক্তিযোদ্ধাদেরকে তাঁদের প্রাপ্য সম্মান দিয়ে যেতে পারব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকার জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করে যাচ্ছে, আর যাবেও।
তিনি শনিবার (৩০ এপ্রিল) দুপুরে সিলেটের বিশ্বনাথে পৌর শহরের পুরাণ বাজার এলাকাস্থ সওজের ডাকবাংলা প্রাঙ্গনে প্রতি বছরের ন্যায় এবারও নিজের ব্যক্তিগত উদ্যোগে জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন অঞ্চলের ৭৩ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে ওই ঈদ উপহার তুলে দেওয়া হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ওয়াহিদ আলী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আজিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার তৈয়ব আলী, সাবেক ডেপুটি কমান্ডার রনজিৎ ধর রন মেম্বার, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মহব্বত আলী জাহান, সদস্য সুহেল আহমদ তালুকদার, সাইদুল ইসলাম, বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুর রুপ, আওয়ামী লীগ নেতা ইছহাক আলী, ফয়জুল ইসলাম, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক শেখ কবিরুল ইসলাম কবির, যুবলীগ নেতা আসাদ আহমদ, নাসির উদ্দিন, ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকন, জাকির হোসেন মামুন, মিয়াদ আহমদ, কয়েছ আহমদ, নাইম আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।