বিশ্বনাথে বাজিতপুর গ্রামবাসীর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে দেওকলস ইউনিয়নের বাজিতপুর গ্রামের প্রবীণ মুরব্বী, সাবেক মেম্বার ও প্রবাসীদের যৌথ উদ্যোগে বাজিতপুর পঞ্চায়েত কমিটির ব্যবস্থাপনায় শুক্রবার (১৫ এপ্রিল) মাসুকে রব্বানীর বাড়ীতে আলোচনা সভা, দুআ ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

বাজিতপুর গ্রামের প্রবীণ মুরব্বী আব্দুল গৌছ মাষ্ঠারের সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) খায়রুল আমিন আজাদ। দু’আ পরিচালনা করেন বাজিতপুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মনির উদ্দিন।

আলোচনা সভায় বক্তারা বলেছেন, বাজিতপুর গ্রামের প্রবাসী ও গ্রামের সকলের সম্মলিত প্রচেষ্ঠায় ইফতার মাহফিল সম্পন্ন করায় গ্রামবাসি আনন্দিত। এধরনের মহতি উদ্যোগে নি:সন্দেহে প্রসংসার দাবী রাখে। ভবিষৎতে আগামী প্রজন্ম ইফতার মাহফিলসহ বিভিন্ন ভাল কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আহবান জানান।

বাজিতপুর গ্রামের আমিনুল ইসলাম ওয়েছের পরিচালনা বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবীণ আওয়ামী লীগ নেতা শেখ শহিদুল ইসলাম, আল ইর্শাদ লতিফিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল জলিল চৌধুরী, বাজিতপুর গ্রামের প্রবীণ মুরব্বী মাসুক এ রব্বানী, আকলুছ মিয়া, ধন মিয়া, কাচা মিয়া, হাছন আলী, আব্দুন নূর, উস্তার আলী, সেলিম মিয়া, নছির আলী, আবুল কাহের।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাজিতপুর গ্রামের সঞ্জব আলী, হরুপ আলী, মানিক মিয়া, আব্দুস সালাম, মাখলুক মিয়া, কামরুল ইসলাম, বাদশা মিয়া, তারেক আহমদ, সুমন আহমদ, দিদার আহমদ, রাজু মিয়া, হেলাল মিয়া, খিজির মিয়া, নজমুল ইসলাম, জগলুু মিয়া, সদুরগাঁও গ্রামের গ্রামের মুরব্বী লিয়াকত আলী, আপ্তাব আলী, সুখীপুর গ্রামের মুরব্বী বারাম আলী, সমুজ আলী, দাউদপুর গ্রামের মুরব্বী আনোয়ার আলী, লাইছ মিয়া, আইয়ুব আলী, সাধুরগাঁও গ্রামের মুরব্বী জুনাব আলী প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪