বিশ্বনাথে নাঈম মেমোরিয়াল ট্রাস্টের খাদ্য সামগ্রী বিতরণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে নাঈম মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে পবিত্র রামাদ্বান উপলক্ষে প্রায় ২ শতাধিক গরীব অসহায় পরিবারের মধ‌্যে খাদ‌্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৩ (মার্চ) সকালে বিশ্বনাথ পৌর এলাকার ইলামেরগাঁও গ্রামে ট্রাস্টের সভাপতি হাজী জমির আলীর বাড়িতে আনুষ্ঠানিকভাবে এই খাদ‌্য সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকৃত খাদ‌্য সামগ্রীর মধ‌্যে প্রত‌্যেক পরিবারকে ৫কেজি চাল, ৫ কেজি পেঁয়াজ, ৫ কেজি চানা, ৫ কেজি ডাল, ৫ কেজি আলু ও ৫ লিটার ভোজ‌্য তেল প্রদান করা হয়।

ট্রাস্টের সভাপতি হাজী জমির আলীর সভাপতিত্বে ও সংগঠক মুক্তার আলীর পরিচালনায় খাদ‌্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রাস্টের ট্রাষ্টী যুক্তরাজ্য প্রবাসী আব্দুছ সুবান ফারুক ও মানিক মিয়া।

এসময় উপস্থিত ছিলেন মাফিজ আলী, গয়াস মিয়া, আব্দুল আহাদ, সুহেল মিয়া, আব্দস শহিদ প্রমূখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪