বিশ্বনাথনিউজ২৪ :: বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিক ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সিলেটের বিশ্বনাথে এম এ মজনু ফোরামের উদ্যোগে পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে সংগঠনের কার্যালয়ে পথ শিশুদের নিয়ে কেক কাটেন সংগঠনের প্রতিষ্ঠা ও যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি মোহাম্মদ আলী মজনু।
এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে কেক কাটায় অংশগ্রহন করেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী ও প্রচার সম্পাদক নিখিল পাল।
উৎসব মুখর পরিবেশে কেক কাটা শেষে স্থানীয় একটি রেস্টুরেন্টে পথ শিশুদের জন্য উন্নত মানের খাবারের আয়োজন করা হয়। এধরণের ব্যতিক্রমী অনুষ্ঠানে অংশগ্রহন করতে পেরে আনন্দিত পথ শিশুরা।
কেক কাটা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মাহবুবু রহমান, মোহন মিয়া, আনহার আলী, নাহিদ আহমদ প্রমুখ।