Search
Close this search box.

বিশ্বনাথে বি.কে.এস তরুণ সংঘ’র ৭ম ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন

Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে বি.কে.এস তরুণ সংঘ কর্তৃক আয়োজিত ৭ম ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন হয়েছে। উপজেলা খাজাঞ্চী ইউনিয়নের ভোলাগঞ্জ গ্রামের দক্ষিণের মাঠে বুধবার (১৬ মার্চ) বিকেলে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নিরব ভাই ভাই ফুটবল ক্লাব আমতৈল জমসেরপুরকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এন এফ সি ফুটবল ক্লাব জানাইয়া নোয়াগাঁও।

খেলায় উভয় পক্ষে দেশী-বিদেশী খেলোয়াড়দের ক্রীড়া নৈপুণ্য উপভোগ করেন বিপুল সংখ্যক দর্শক। খেলা শেষে টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে মোটরসাইকেল এর চাবি তুলে দেন অনুষ্ঠিনের অতিথিবন্দ।

টুর্ণামেন্ট আয়োজক কমিটির সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে ও ধারাভাষ্যকার জিয়া আহমদ জিয়ার সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টুর্ণামেন্টের প্রথম পুরস্কার দাতা সমাজসেবক ও ক্রিড়ানুরাগী যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আব্দুস ছত্তার। উদ্বোধকের বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, টুর্ণামেন্টের ২য় পুরস্কার দাতা সমাজসেবক অ্যাডভোকেট রুকন উদ্দিন সরদার ও সাউথ আফ্রিকার প্রবাসী ফরিদ মিয়া, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আব্দুস সোবহান, সমাজসেবক ফখরুল ইসলাম ও আবুল কালাম।

এসময় এলাকার মুরব্বী আরশ আলী, হুসিয়ার আলী, চেরাগ আলী, কালা মিয়া, ইউপি সদস্য মিছির আলী, সমাজসেবক মাওলানা আব্দুল মতিন, বি.কে.এস তরুণ সংঘর সহ-সভাপতি মশাহিদ আলী, আলী আকবর, সাধারণ সম্পাদক এস এম রফিক আহমদ, সহ সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, তুরণ মিয়া, সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক আল আমিন, অর্থ সম্পাদক মাসুক মিয়া, সহ অর্থ সম্পাদক মো. আব্দুল্লাহ, দপ্তর সম্পাদক আব্দুল মতিন ও সহ দপ্তর সম্পাদক জলাল আহমদসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪