Search
Close this search box.

বিশ্বনাথে ভোটার দিবসে আলোচনা সভা ও স্মার্ট কার্ড বিতরণ

Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা ও নতুন ভোটারগণের মধ্যে স্মার্ট কার্ড (জাতীয় পরিচয়পত্র) বিতরণ করা হয়েছে। বুধবার (২ মার্চ) সকালে উপজেলা বিআরডিবি হলরুমে নির্বাচন অফিসের উদ্যোগে এই আলোচনা সভা ও স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও কার্ড বিতরণের পূর্বে উপজেলা পরিষদ মাঠে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ারের সভাপতিত্বে ও ডাটা এন্ট্রি অপারেটর নাঈম-উর রহমান খানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভ‚মি) আসমা জাহান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় ও হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা।

এসময় উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সঞ্জিত সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ওয়াহিদ আলী, বীর মুক্তিযোদ্ধা মকদ্দুছ আলী ও আজিজুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত