বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে শনিবার (৫ ফেব্রুয়ারি) মরহুম মাওলানা আব্দুর রব প্রতিষ্ঠিত ধীতপুর-ইকবালপুর ইসলামিয়া মাদ্রাসার জরুরী সভা মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ঠ সালিশ ব্যক্তিত্ব চন্দন মিয়ার সভাপতিত্বে সভায় এলাকার সর্বস্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সর্ব সম্মতিক্রমে বিশিষ্ঠ সালিশ ব্যক্তিত্ব মো. চন্দন মিয়া-কে সভাপতি, বিশিষ্ঠ ইসলামি চিন্তাবিদ মাওলানা এখলাছুর রহমান-কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ঠ ধীতপুর-ইকবালপুর ইসলামিয়া মাদ্রাসা পরিচালনা কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সহসভাপতি আব্দুর রহমান খালেদ, তফজ্জুল আলী, সহ সাধারণ সম্পাদক হাফিজ হারুনুর রশীদ, অর্থ সম্পাদক মো. মফিক মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. লাহিন মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক মো. ফারুক মিয়া,
সদস্য মো. মলিক মিয়া (ধীতপুর), আব্দুল খালিক (একাভিম), নেফুর মিয়া (ইকবালপুর), তাজুল ইসলাম (ধীতপুর), নজু আলী (ধীতপুর), সাজ্জাদ আলী (ধীতপুর), আব্দুর রহিম (ধীতপুর), মুহিবুর রহমান বাদশা (ধীতপুর), শাহিন মিয়া (ধীতপুর), তাহিদ মিয়া (বরইগাঁও), অ্যাডভোকেট গোলাম কিবরিয়া রেজু (তাজপুর), শাহনেওয়াজ চৌধুরী সেলিম (আতাপুর), তজম্মুল আলী রাজু (পশ্চিম শ্বাসরাম), মোহাম্মদ নূরুল ইসলাম (পশ্চিম শ্বাসরাম), কছির আলী (পশ্চিম শ্বাসরাম), হাজী ফজলুর রহমান (ভাটশালা), টিপু আলী (সরুয়ালা), ফজলু মিয়া (বেখারগাঁও), জাবেদ মিয়া (ভোগশাইল), আবুল কালাম আজাদ (আতাপুর), নুরুল ইসলাম (রহিমপুর), আসাদ খান (একাভিম-গহরপুর), লিলু মিয়া (একাভিম-গহরপুর), ফজলু মিয়া (ননকীপাড়া), মাহবুবুর রহমান (সরুয়ালা), আলতাবুর রহমান (বরইগাঁও), বেলাল আহমদ (ভাটশালা), শিবলু মিয়া (ভোগশাইল), গেদা মিয়া (বেখারগাঁও), আমির আলী (ইকবালপুর), কামাল মিয়া (আতাপুর), জায়েদ মিয়া (ধীতপুর) রানা মিয়া (ধীতপুর), হামিদ মিয়া (ধীতপুর), আব্দুল আলিম (একাভিম-গহরপুর), আব্দুল কালাম (একাভিম-গহরপুর), খসরু মিয়া (ইকবালপুর), বেলাল মিয়া (ধীতপুর), আক্তার মিয়া (ধীতপুর), সাইদুল ইসলাম কর্নেল (ধীতপুর), শাহিন আহমদ (ধীতপুর), খসরু মিয়া (ধীতপুর) ও ফয়ছল মিয়া (ধীতপুর)।
সভা শেষে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা আব্দুর রব ও এলাকার মুর্দেগানদের স্মরণে দুআ অনুষ্ঠিত হয়।