বিশ্বনাথে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ২০২১ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। সোমবার বিকাল ৩টায় ‘হীরামন সমাজ কল্যাণ স্পোটিং ক্লাব জানাইয়া আয়োজিত ঐতিহ্যবাহী জানাইয়া খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ‘সোনালী সমাজ কল্যাণ সংস্থা শিমুলতলা-টুকেরকান্দি দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে পুষ্প সৌরভ সমাজ কল্যাণ স্পোটিং ক্লাব বিশ্বনাথেরগাওঁ।

২০২১ সালের ১২ই ফেব্রুয়ারি টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়। টুর্ণামেন্টে সিলেট জেলার বিভিন্ন উপজেলার ১৬টি দল অংশ নেয়।

টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মো. মকদ্দছ আলীর সভাপতিত্বে এবং টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবদুল আজিজ সুমন ও ধারাভাষ্যকার একেএম তুহেমের পরিচালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জানাইয়া গ্রামের প্রবীণ মুরব্বী হাজি আয়না মিয়া, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, জানাইয়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মো. রাজা মিয়া, সাবেক ফুটবলার শাহ সমুজ আলী, আব্দুস ছত্তার, মো. চুন্নু মিয়া, বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, হীরামন সমাজ কল্যাণ স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সাবেক ফুটবলার যুক্তরাজ্য প্রবাসী তাহিদুল ইসলাম শিপন, মো. খলিল মিয়া ও মো. জামাল হোসেন।

খেলা শেষে চ্যাম্পিয়ান দলের হাতে পালসার মটর সাইকেলের চাবি ও রানার্স আপ দলকে ৪০ ইঞ্চি স্মার্ট টিভি তুলে দেন অতিথিবৃন্দ। খেলায় নাইজেরিয়ান ফুটবলার লাকির হাতে ম্যান অব দ্যা ম্যাচ বিজয়ী পুরস্কার তুলে দেওয়া হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪