বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে উপজেলার বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত ১টা পর্যন্ত দৌলতপুর ইসলামিয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার ১৬তম বার্ষিক জলসা ও হিফজ সমাপনী ছাত্রদের মধ্যে পাগড়ী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন শাহজালাল ডি.ওয়াই কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত আল্লামা কমর উদ্দিন চৌধুরী ফুলতলী। বয়ান শেষে হিফজ সমাপনী ছাত্র মেহেদী হাসান ও বাহা উদ্দিন মাছুমের মাথায় পাগড়ী পড়িয়ে দেন প্রধান অতিথি।
দৌলতপুর ইসলামিয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মখলিছুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাওলানা ইমাদ উদ্দিনের পরিচালনায় প্রধান বক্তার বয়ান পেশ করেন ঢাকার দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস হযরত আল্লামা আজাদ হোসাইন ছালেহী।
বিশেষ অতিথির বয়ান পেশ করেন রাখালগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা শিহাব উদ্দিন আলিপুরী, মিয়ারবাজার শাহচান্দ-শাহকালু আলীম মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল মুক্তাদির খাঁন। খতমে খাজানের মাধ্যমে দোয়ার মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে আয়-ব্যায়ের হিসাব পেশ করে বক্তব্য রাখেন মাদ্রসার সুপারিনটেনডেন্ট মাওলানা শাহাব উদ্দিন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বয়ান পেশ করেন হাজী তোরাব উল্লাহ ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আমির আলী, দৌলতপুর ইসলামিয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মিজানুর রহমান, মাওলানা লায়েক আহমদ, পাড়–য়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জহিরুল ইসলাম, দৌলতপুর দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নূরে আলম, দৌলতপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল কুদ্দুস নূরী ইছামতি, হাসনাজি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর রহমান জামী। এসময় দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হামিদ খান সুমেদ, সংগঠক হাফিজ আরব খান প্রমুখসহ এলাকার মুরব্বীয়ান, যুবক, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন এলাকার আগত মুসল্লিয়ানগণ।