বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার (৬ জানুয়ারী) দিনব্যাপী বø্যাক বেঙ্গল জাতের ছাগল প্রদর্শনী ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনীতে ২৭টি স্টলের ১৮টি বø্যাক বেঙ্গল জাতের ছাগল ও ৯টিতে তোতা পুরি, যমুনাপারি, বয়ার ও বুটানি জাতের ছাগল প্রর্দশনী অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ড. অমলেন্দু ঘোষ।
প্রাণীসম্পদ দপ্তর প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রদর্শনীতে শ্রেষ্ঠ পাঠা পালনকারী হিসেবে জাহাঙ্গীর আলমকে ও শ্রেষ্ঠ ছাগী পালনকারী হিসেবে খলিল আহমদকে পুরস্কার প্রদান করা হয় এবং অন্যান্য খামারিদেরকে একটি করে পানির পাত্র ও চার কেজি দানাদার খাবার বিতরণ করা হয়।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস শহিদ হোসেনের সভাপতিত্বে এবং প্রাণি সম্প্রসারণ কর্মকর্তা আবুল বাশার জুয়েল ও ভেটেনারী সার্জন ডা. শামীমা সুলতানার পরিচালনা বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. রুস্তুম আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহান।