বিশ্বনাথনিউজ২৪ :: সিলেট-২ আসনের এমপি ও গণফোরামের নির্বাহী সভাপতি এমপি মোকাব্বির খান বলেন, জনসাধারণের জন্য সরকারের বরাদ্ধ দেওয়া গভীর নলকুপ যারা বিক্রি করে তারা মানুষ নামের অযোগ্য। বরাদ্ধের নামে জনসাধারণের কাজ থেকে টাকা হাতিয়ে নিয়ে নিজের পকেট ভারী করা থেকে এখন থেকে সবাইকে সতর্ক হওয়ার আহবান করছি। তা না হলে এর পরিনাম ভালো হবে না। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন জনগণকে সাথে নিয়ে তাদেরকে প্রতিরোধ করা হবে।
তিনি বৃহস্পতিবার (৬ জানুয়ারী) সকালে সিলেটের বিশ্বনাথে উপজেলার খাজাঞ্চী একাডেমীতে আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ও বাতিঘরের পরিচালনায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।
তিনি আরোও বলেন, বিশ্বনাথ-খাজাঞ্চী-কামালবাজার সড়কের দু’পাশ ভরাট কাজ শেষ হওয়ার পর দ্রুত সড়কের সংস্কার কার শুরু হবে। এছাড়া আশুগঞ্জ বাজারে খাজাঞ্চী নদীর উপর ব্রীজ নির্মাণ এবং মাকুন্দা নদীর অব্যাহত ভাঙ্গন থেকে গোবিন্দনগর ও দ্বীপবন্দ (বিলপাড়) গ্রামকে রক্ষার জন্য ব্যবস্থা গ্রহন করার হবে।
ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও একাডেমীর ভ‚মিদাতা আব্দুল হান্নানের সভাপতিত্বে এবং একাডেমী পরিচালনা কমিটির সদস্য মোস্তাক আহমদ মোস্তফার পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টের কর্ণধার, পৃষ্ঠপোষক ও লন্ডন-বাংলা প্রেস ক্লাবের সদস্য প্রবাসী সাংবাদিক আব্দুল বাছিত রফি, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন একাডেমীর শিক্ষার্থী আব্দুল কাদির ও স্বাগত বক্তব্য রাখেন বাতিঘরের সাবেক সভাপতি গোলাম মোস্তফা। এসময় জাতীয় সংগীত পরিবেশন করে একাডেমীর শিক্ষার্থীরা। এর আগে ২০২০-২১ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর কর্মসূচীর আওতায় একাডেমীর সামনে কালভার্ট ও গার্ডওয়াল নির্মাণ কাজের উদ্বোধন করেন এমপি মোকাব্বির খান।