নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘খাজাঞ্চী একাডেমি এন্ড উচ্চ বিদ্যালয়’র প্রাক নির্বাচনী ও বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) সকালে একাডেমির হলরুমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
একাডেমির পরিচালনা কমিটির সদস্য শওকত আলীর সভাপতিত্বে অপর সদস্য মোস্তাক আহমদ মোস্তফার সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ও বিশিষ্ট সংগঠক আবদুল বাছিত রফি।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাডেমির অভিভাবক সদস্য কয়েছ আহমদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সময়ের শৈল্পিক প্রজ্জ্বলন ‘বাতিঘর’র সাবেক সভাপতি গোলাম মোস্তফা।
সভায় অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, একাডেমির পরিচালনা কমিটির সদস্য ওমর ফারুক, আপ্তাব আলী, সিরাজ মিয়া, সাইদুর রহমান, আক্তার আলী, আল-আমিন, কাউছার আহমদ, জমির হোসেন, আবুল কালাম, আনছার আলী, অভিভাবক সদস্য সুলতান আহমদ, সুলতান মিয়া, ইরন মিয়া, আবদুল হক, রইছ মিয়া, মানিক মিয়া, তজম্মুল আলী, সমুজ আহমদ সায়মন, একাডেমির প্রধান শিক্ষক আজিজুর রহমান রুবেল।