নিজস্ব প্রতিবেদক :: হঠাৎ করে শতাধিক মোটর সাইকেলের বহর নিয়ে খোলা জিপে দাড়িয়ে হাত নেড়ে বিশ্বনাথবাসীকে তাক লাগালেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা এস এম নুনু মিয়া। স্থানীয় সরকার বিভাগ থেকে বিশ্বনাথ উপজেলার জন্য নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নের ৩৯ কোটি ৬ লাখ ৫৮ হাজার টাকা বরাদ্দের ঘোষণা নিয়ে বিশ্বনাথে আসলে তাকে সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুরে বরণ করেন দলীয় নেতাকর্মীরা।
এরপর তিনি সেখান থেকে মোটর সাইকেল শুভাযাত্রা নিয়ে খোলা জিপে দাড়িয়ে হাত নেড়ে পথচারীদের শুভেচ্ছা জানান। হঠাৎ করে চেয়ারম্যানের এমন শুভাযাত্রা পৌর শহরের জনসাধারণের মনে কৌতুহল সৃষ্টি হয়।
শুভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রেসব্রিফিং করেন চেয়ারম্যান নুনু মিয়া। প্রেসব্রিফিং-এ তিনি বরাদ্দের বিষয়টি সাংবাদিকদের জানান এবং এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপির প্রতি কৃতজ্ঞতা জানান ও ধন্যবাদ জ্ঞাপন করেন।