
রামসুন্দর স্কুলে ভর্তির জন্য অনলাইনে আবেদন শুরু
বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: নভেম্বর - ২৮ - ২০২১ | ৯: ১৩ অপরাহ্ণ | সংবাদটি 536 বার পঠিত

সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ে ২০২২ শিক্ষাবর্ষে ছাত্র-ছাত্রী ভর্তির জন্য গত ২৫ নভেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। অনলাইন আবেদনের মাধ্যমে ২০২২ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে ১১৯ জন, সপ্তম শ্রেণিতে ৫জন, অষ্টম শ্রেণিতে ২৫ জন এবং নবম শ্রেণিতে বিজ্ঞান বিভাগে ১৫ জন, মানবিক বিভাগে ১০ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ১৫ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
চলতি বছরের ৮ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। ১৫ই ডিসেম্বর কেন্দ্রীয়ভাবে অনলাইন লটারি ও ফলাফল প্রকাশ করা হবে। লটারিতে নির্বাচিত শিক্ষার্থীরা ১৮ ডিসেম্বর থেকে ভর্তি হতে পারবেন। টেলিটক প্রিপেইড মোবাইল থেকে ১১০ টাকা ফি দিয়ে http://gsa.teletalk.com.bd এই ওয়েব সাইটে প্রবেশ করে আগ্রহী শিক্ষার্থীদের আবেদন করতে হবে।
ভর্তি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির সর্বশেষ নীতিমালার আলোকে সম্পন্ন করা হবে। প্রয়োজনে যোগাযোগ- ০১৭১৬ ৭৯৯০৮২, ০১৭১১ ৪৪৯৬৭৯, ০১৭১৫ ৭৪৪৫৮৬, ০১৮১৪ ৪৯৭০২৫, ০১৬৭৫ ৩৮৭১২২।

