Search
Close this search box.

বিশ্বনাথ সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ সংবর্ধিত

Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ সরকারি ডিগ্রী কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ তাপসী চক্রবর্তী লিপি’কে অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) কলেজের উদ্যোগে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হকের সভাপতিত্বে ও অধ্যাপক আব্দুল শহিদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব পংকি খান। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ তাপসী চক্রবর্তী লিপি।
এসময় উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

২০১৮ সালের ৩১ডিসেম্বর বিশ্বনাথ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহন করেন তাপসী চক্রবর্তী লিপি। তৎকালীন কলেজের বাংলা বিভাগের প্রধান হিসেবে দায়িত্বরত এ অধ্যাপককে দায়িত্ব বুঝিয়ে দেন সাবেক অধ্যক্ষ মো. সিরাজুল হক। ১৯৮৫ সালের পহেলা অক্টোবর বাংলা বিভাগের প্রভাষক হিসেবে কলেজে যোগদান করেন তাপসী চক্রবর্তী লিপি।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত