বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে চোরাই গরুসহ দুই চোরকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। আটককৃতরা হলেন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দক্ষিণখুর্শি গ্রামের মৃত কদর আলীর ছেলে ফজল আহমদ (২৩) ও সিলেটের জালালাবাদ থানার কান্দিবাড়ি গ্রামের মৃত আবদুল ওয়াহাবের ছেলে জয়নুল (৪৩)। মঙ্গলবার (৯ নভেম্বর) ভোরে চোরাই গরু নিয়ে নাজির বাজার অতিক্রম করার সময় নৈশপ্রহরী ও স্থানীয়রা মিলে তাদের আটক করেন। পরে সন্ধ্যায় হস্তান্তর করা হয় থানা পুলিশের কাছে।
পুলিশ সূত্র জানায়, সোমবার (৮ নভেম্বর) রাতের কোন এক সময়, উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্বাসরাম গ্রামের কৃষক মানিক মিয়ার তিনটি গবাদি পশু চুরি হয়। পরদিন সকাল বেলা চুরি হওয়া তিনটির মধ্যে দুটি গবাদি পশুসহ গ্রেফতারকৃতরা নাজির বাজার নৈশ প্রহরীরর হাতে ধরা পড়ে। খবর পেয়ে কৃষক মানিক মিয়া ছুটে গিয়ে তার গবাদিপশু শনাক্ত করেন। পরে তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেন তারা।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, আটককৃতরা পেশাদার চোর। তাদের বিরুদ্ধে মামলা দেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে।