বিশ্বনাথনিউজ২৪ :: ‘মাদক উদ্ধার, ডাকাত গ্রেফতারসহ বিভিন্ন পেশাদারিত্ব ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ’ সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান এবং জেলার শ্রেষ্ঠ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হয়েছেন বিশ্বনাথ থানার তদন্ত ওসি রমা প্রসাদ চক্রবর্তী।
রোববার সিলেট জেলা পুলিশ লাইন্স মিলনায়তন হলরুমে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম-এর হাত থেকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ (ওসি) ও জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে সম্মাননা গ্রহন করে তারা।
এসময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন থানার ওসি ও তদন্ত ওসিসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।