Search
Close this search box.

বিশ্বনাথে ইয়াবাসহ একাধিক মামলার আসামী গ্রেফতার

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে ইয়াবাসহ একাধিক মাদক মামলার আসামী মোহাম্মদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার অলংকারী ইউনিয়নের শিমুলতলা গ্রামের মৃত মজর আলীর ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের দূর্যাকাপন গ্রাম থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেফতারের সত‌্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার এসআই সাইফুল মোল্লা বলেন, গ্রেফতারকৃত মোহাম্মদ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে ওসমানীনগর থানায় ৩টি ও বিশ্বনাথ থানায় ২টি মাদক মামলা রয়েছে। বুধবার দুপুরে তাকে সিলেট আদালতে সোপর্দ করা হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪