বিশ্বনাথনিউজ২৪ :: করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ সিলেটের বিশ্বনাথ পৌরসভা ও উপজেলার আট ইউনিয়নের সাড়ে ৮শত পরিবার পাচ্ছেন ‘বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ (ইনক)’র আর্থিক সহযোগীতা। এরই ধারাবাহিকতায় সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রাজাগঞ্জ বাজারে আনুষ্ঠানিকভাবে খাজাঞ্চী ইউনিয়নের শতাধিক অসহায়-গরীব পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রত্যেক পরিবারের সদস্যদের হাতে নগদ ১ হাজার টাকা করে তুলে দেয়া হয়।
সমাজসেবক মাওলানা বুরহান হোসেনের সভাপতিত্বে অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন। সংগঠক মোহাম্মদ আলী সুহেলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক এনামুল হক মাক্কু, মুহিবুর রহমান, আব্দুর রকিব ও আব্দুর রব সরকার। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ শামিম আহমদ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ সিরাজ উদ্দিন মেম্বার, ইউপি সদস্য আব্দুল মতিন, সংগঠক আমিনুর রহমান চুনু ও তৈয়বুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।