Search
Close this search box.

দৌলতপুর ইউনিয়নে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র অর্থ বিতরণ

Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ সিলেটের বিশ্বনাথ পৌরসভা ও উপজেলার আট ইউনিয়নের সাড়ে ৮শত পরিবার পাচ্ছেন ‘বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ (ইনক)’র আর্থিক সহযোগীতা। এরই ধারাবাহিকতায় রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার চাউলধনী স্কুল এন্ড কলেজ এর হলরুমে আনুষ্ঠানিকভাবে দৌলতপুর ইউনিয়নের শতাধিক অসহায়-গরীব পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রত্যেক পরিবারের সদস্যদের হাতে নগদ ১ হাজার টাকা করে তুলে দেয়া হয়।

চাউলধনী স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলতাফ হোসেন’র সভাপতিত্বে অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার সভাপতি সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল, সিলেট কাস্টমস জামে মসজিদের মোতাওয়াল্লী হাজী মো. আব্দুর রব, সমাজসেবক হাফিজ আরব খান, চাউলধনী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনহার আলী ও সাংবাদিক নবীন হোহেল।

চাউলধনী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক শফিক আহমদ-পিয়ার’র পরিচালনায় অনুষ্ঠানে সমাজকর্মী দরছ মিয়া, মোশাহিদুল ইসলাম, আশিক সাঈদ, হোসাইন আহমদ রাজন ও শাহেদ আহমদ শিপুসহ অনেকেই উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী আবু ইউসুফ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত