নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে ছোটভাইদের সাথে অভিমান করেন বিষপান করে আত্মহত্যা করেছে তানিয়া বেগম নামের ১৫ বছর বয়সী এক কিশোরী। সে উপজেলার দূর্যাকাপন গ্রামের দিলশাদ মিয়ার মেয়ে। বৃহস্পতিবার বেলা ২ টার দিকে সে বিষপান করে। এরপর তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে নিহত কিশোরীর চাচা রুপা মিয়া জানান, তানিয়া বেলা ২টার দিকে দুপুরের খাবার খেতে বসে। এসময় ছোট দুই ভাইয়ে সাথে ঝগড়া হয় তানিয়ার। একপর্যায়ে সে বিষপান করে। তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে তানিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, এঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। লাশ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। শুক্রবার (২০ আগস্ট) সকালে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্ত সম্পন্ন হবে।