বিশ্বনাথনিউজ২৪ :: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্টপোষক বেগম রওশন এরশাদ এমপি’র সুস্থতা কামনায় সিলেটের বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) বাদ আছর পৌর শহরের নতুন বাজারস্থ দলের কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া।
এছাড়া দোয়া মাহফিলে সিলেট জেলা পরিষদ সদস্য মাওলানা সহল আল রাজী চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক এ কে এম দুলাল,আবুল খয়ের মেম্বার, জাতীয় পার্টি নেতা সালেহ আহমদ তোতা, আব্দুল মজিদ, রইছুল ইসলাম, আনোয়ার হোসেন, মো. কামরুজ্জামান, গোলাম জবদানী, আব্দুল হাই, এমাদ উদ্দিন, সুয়েব আহমদ, মুহিবুর রহমান, এমাদুল হক, সরফ ্উদ্দিন, রাজু মিয়া, ছাদিক হোসেনসহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।