বিশ্বনাথনিউজ২৪ :: বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা আ.ন.ম শফিকুল হকের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ আগষ্ট) বাদ মাগরিব পৌর শহরের পুরাণ বাজারস্থ বায়তুন আমান জামে মসজিদে মিলাদ মাহফিল শেষে সন্ধ্যায় আল-হেরা শপিং সিটিস্থ উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, রাজনীতিতে আ.ন.ম শফিকুল হক ছিলেন সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি ছিলেন একজন কর্মীবান্ধব নেতা, তৃণমূল পর্যায়ে ছিল যাঁর বিশাল জনপ্রিয়তা। তাঁর কাছে ব্যক্তি স্বার্থ নয়, দল ও দলের কর্মীদের স্বার্থই ছিল প্রধান। তিনি ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একজন খাঁটি কর্মী। আর ত্যাগের রাজনীতি করতেন বলেই মৃত্যুর পরও মানুষ শ্রদ্ধার সাথে আ.ন.ম শফিকুল হকের নাম স্মরণ করেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল জলিল জালাল, নিজাম উদ্দিন, সাবেক সহ প্রচার সম্পাদক বশির আহমদ, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী জাহান, যুক্তরাজ্যের ডরসেট আওয়ামী লীগের সভাপতি আব্দুল রোশন চেরাগ আলী, সুইনডন আওয়ামী লীগের সভাপতি শফিক মিয়া, উপজেলা শ্রমিক লীগের সাবেক কার্যকরী সভাপতি শংকর দাশ শংকু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইট। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন আওয়ামী লীগ নেতা আব্দুস ছালাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল মতিন, সাবেক সদস্য আব্দুর রব, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুর রউফ, বিশ্বনাথ সদর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মতছির আলী, উপজেলা যুবলীগ নেতা জাবেদ মিয়া, বিশ্বনাথ সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মনোহর হোসেন মুন্না, যুবলীগ নেতা গিয়াস উদ্দিন, আবুল কাশেম, এমদাদ হোসেন নাঈম, রাজু আহমদ খান, সাইদুল ইসলাম, ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকন, সামির আলী, পারভেজ রহমান ফাহিম প্রমুখ নেতৃবৃন্দ।