বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলা ক্রিড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক, সদর ইউনিয়নের বাওনপুর গ্রামের প্রবীণ ব্যক্তি আবুল কালাম কছির এবং উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হালিমের পিতা কামালপুর গ্রামের প্রবীণ মুরব্বি আব্দুল খালিক’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
উপজেলা ছাত্রদলের পক্ষ হতে শোক প্রকাশকারীরা হলেন- উপজেলা ছাত্রদলের আহবায়ক হুসাইন আহমদ প্রবেল, সদস্য সচিব ফাহিম আহমদ ও সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক। শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, আবুল কালাম কছির ছিলেন বিএনপি’র এক নিবেদিত প্রাণ। যার শুন্যতা সহজে পুরণ হবে না। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।