নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে ২৩ বোতল ভারতীয় অফিসার চয়েস মদসহ জালাল মিয়া (৩০) নামের চিহিৃত এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রবিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার বিশ্বনাথ-লামাকাজী সড়কের কাদিপুর এলাকা থেকে তাকে আটক করে থানা পুলিশ। সে কিশোরগঞ্জ জেলার সদর থানার চারকান্দি বগারঢুবি বাজার গ্রামের মৃত ছাদিক মিয়ার ছেলে।
আটকের সত্যতা স্বীকার করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান।
পুলিশ জানান, থানার এসআই অরূপ সাগর গুপ্ত’র নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জালাল মিয়াকে আটক করে। এসময় তার কাছ থেকে ২৩ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ জব্দ করা হয়। আটককৃত জালাল দীর্ঘদিন ধরে বিশ্বনাথ পৌর শহরের টিএনটি রোডস্থ মনির মিয়ার কলোনিতে বসবাস করে মাদক বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে বিশ্বনাথ থানায় একাধিক মামলা রয়েছে।