বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথের উপজেলার দশঘর ইউনিয়নের বৈশ্বিক মহামারি করোনায় উপার্জনহারা কর্মহীন ২৭৫ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা নগদ ১ হাজার টাকা করে ২ লক্ষ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খানের সভাপতিত্বে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া।
এসময় উপজেলা আওয়মী লীগের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ পাভেল সামাদ, প্যানেল চেয়ারম্যান-২ তাজুল ইসলাম, সদস্য জালাল উদ্দিন, আবদুল গফুর, জুবেল মিয়া, শাহ্ ফারুক, জাহিদুল ইসলাম, মুহিত চৌধুরী, নুর আলী, মহিলা সদস্য ফুলমালা বেগম, সাজনা বেগম, সাবিনা বেগম, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী প্রাণেশ দাস, উপজেলা যুবলীগ নেতা কামরুজ্জামান সেবুল, দৌলতপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি দবির মিয়া, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সেলিম আহমেদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক সিজিল আহমদ, যুবলীগ নেতা হেলাল আহমদ, ছাত্রলীগ নেতা জামাল আহমদ ও শেখ শাহান শাহ্ আহমদসহ অনেকেই উপস্থিত ছিলেন।