বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে নদীতে ডুবে আবদুল মালেক (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার লামাকাজি ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত জয়েদ উল্লাহর ছেলে। রবিবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় লামাকাজি ইউনিয়নের সুরমা নদী থেকে তার নিথর দেহ উদ্ধার করে পুলিশ। এর আগে দিন শনিবার রাতে নদী সাঁতরে পার কবার সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে বৃদ্ধ আবদুল মালেক তার সঙ্গীদের নিয়ে সুরমা নদীতে নৌকার উপর জুয়া খেলায় ব্যস্ত ছিলেন। মধ্যরাতে গরুচোর সন্দেহে গ্রামবাসী তাদের ধাওয়া দিলে নদী সাঁতরে পালিয়ে যায় বৃদ্ধের সঙ্গীরা। সাঁতার কাটার এক পর্যায়ে নদীতে তলিয়ে যান আবদুল মালেক। পরদিন সকাল সাড়ে ১০টায় তার লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় জনতা। পরে লাশ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
ঘটনার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান জানান, সাঁতার কেটে নদী পেরুনোর সময় পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে এমনটাই ধারণা করা হচ্ছে। তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।