বিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথের সৎপুর দারুল হাদীস কামিল মাদরাসার উপাধ্যক্ষ, প্রখ্যাত শায়খুল হাদীস মাওলানা ছালিক আহমদ (রহ.) স্মরণে লন্ডনে ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সৎপুর মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ ইউকে’র আয়োজনে ব্রিকলেন মসজিদে এই মাহফিল অনুষ্টিত হয়।
মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আনজুমানে আল ইসলাহ ইউকের সভাপতি আল্লামা হাফিজ আব্দুল জলিল বলেন, শায়খুল হাদীস ছালিক আহমদ ছিলেন একজন প্রকৃত আলেম। সুন্নাতে নববীর পূর্ণ অনুস্বারী এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের এক উজ্জল সূর্য। এ ক্ষতি অপূরণীয়। এই ফেৎনার যুগে তাঁর মত আলেমের বেশ প্রয়োজন।
সৎপুর মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ ইউকে’র সভাপতি আল্লামা মুফতি ইলিয়াস হোসেইন’র সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মাওলানা নজরুল ইসলাম, মাওলানা শিহাব উদ্দীন, মাওলানা মুফতি আশরাফুর রহমান, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা সিরাজুল ইসলাম সা’দ ও মাওলানা হাবীবুর রহমান। ঈসালে সাওয়াব উপলক্ষে বেশ কয়েকটি খতমে কোরআর অনুষ্ঠিত হয়।