Search
Close this search box.

ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত, থানায় ছাত্রলীগ কর্মীর অভিযোগ

Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সোস্যাল মিডিয়া ফেসবুকে ‘হানিফ লস্কর’ নামের একটি আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিকে মোরগের ছবি হিসেবে এবং মন্ত্র পরিষদ সদস্যগণকে মোরগের বাচ্চা হিসেবে দেখিয়ে ছবি বিকৃত করে পোস্ট করার অভিযোগ পাওয়া গেছে। ওই আইডির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সিরাজ আলীর পুত্র রাজন আলী।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্র পরিষদের সদস্যগণকে পরিকল্পিতভাবে অপমানিত করতে হানিফ লস্কর তাহার ফেসবুক আইডি হতে ব্যাঙ্গাত্বক ছবি পোস্ট করে এবং ‘‘হায়রে আওয়ামী লীগ ওরাই নাস্তিক’’ মর্মে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্র পরিষদের সদস্যগণ এবং আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী-সমর্থকদের মান সম্মান ক্ষুন্ন হয়েছে। এবিষয়ে অভিযুক্ত হানিফ লস্কর এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে অভিযোগে আবেদন জানান ছাত্রলীগ কর্মী রাজন আলী।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত