বিশ্বনাথনিউজ২৪ :: গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ, সংস্কার ও অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচীর আওতায় চলমান সকল প্রকল্পের প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতির (ইউনিয়ন পরিষদের সদস্য) সাথে দিক নির্দেশনা প্রদান মূলক মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ। বুধবার (২ জুন) সকাল ১১টায় উপজেলা বিআরডিবি হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশের সভাপতিত্বে সভায় উপজেলা ভারপ্রাপ্ত প্রকল্প কর্মকর্তা (পিআইও) মিলন কান্তি দে ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হকসহ উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সদস্যরা বক্তব্য রাখেন।