Search
Close this search box.

বিশ্বনাথে হেফাজত নেতা মুফতি ফারুক গ্রেফতার

Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান অভিযুক্ত হেফাজত নেতা মুফতি ফারুক আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল জমশেরপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের পুত্র ও আমতৈল জামেয়া দারুসসুন্নাহ মাদ্রাসার মুহতামিম।

মুফতি ফারুক আহমদকে গ্রেফতারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান জানান, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালে পিকেটিং করার জের ধরে বিশ্বনাথের বৃহত্তর আমতৈল ও ধলিপাড়া গ্রামবাসীর মধ্যে সংঘটিত সংঘর্ষের ঘটনায় ধলিপাড়া গ্রামের হাজী আব্দুল মুতলিবের পুত্র নাজমুল ইসলাম শিপু বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন। মামলা নং- ২৯ (তাং- ২৯/০৪/২১ইং) ওই মামলায় ৬২ জনের নাম উল্লেখ করে এবং আরও ২৫০জনকে অজ্ঞানামা অভিযুক্ত করা হয়। মামলা দায়েরের পর থেকে মামলার প্রধান অভিযুক্ত মুফতি ফারুক আহমদ পলাতক ছিলেন। মঙ্গলবার (১৮ মে) বিকেলে বিশ্বনাথ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী, এসআই নূর হোসেন ও আফতাবউজ্জামন রিগ্যান নেতৃত্বে একদল পুলিশ ওসমানীনগর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মুফতি ফারুক আহদকে গ্রেফতার করে। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আজ বুধবার আদালতে প্রেরণ করা হবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত