বিশ্বনাথে সফাত উল্লাহ ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্যোগে নগদ অর্থ বিতরণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী গ্রামের বড় বাড়িতে ‘সফাত উল্লাহ ডেভেলপমেন্ট ট্রাস্ট’ এর উদ্যোগে এলাকার ২১০টি অস্বচ্ছল পরিবারের সদস্যদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ট্রাস্টের প্রবাসী ট্রাস্টীবৃন্দের আর্থিক সহযোগিতায় শনিবার (৮ মে) আনুষ্ঠানিকভাবে এই অর্থ বিতরণ করা হয়।

ট্রাস্টের সভাপতি মুহাইমিনুর রহমান ফাহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ এমরানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অলংকারী গ্রামের কৃতি সন্তান ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ সামছুল ইসলাম। প্রধান বক্তার বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিলু মিয়া। বিশেষে অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ওয়ার্ডের মেম্বার অদুদ মিয়া, অলংকারী জামে মসজিদের মুতাওয়াল্লী রফিক মিয়া ও গ্রামের মুরব্বি হুসিয়ার আলী।

অনুষ্ঠানে ট্রাস্টের সহ-সভাপতি খালেদ আহমেদ, অর্থ সম্পাদক রানা মিয়া, সদস্য রাহিমুর রহমান, ওলিউর রহমান রিয়াদ, মারুফ আহমেদ, মুহিউদ্দিন মিয়া, রাসেল মিয়া ও পংকি মিয়াসহ অনেকেই উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪