Search
Close this search box.

কলেজ পর্যায়ে একাডেমিক স্বীকৃতি পেল দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ

Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: উচ্চ মাধ্যমিক পর্যায়ে একাডেমিক স্বীকৃতি লাভ করেছে সিলেটের বিশ্বনাথ উপজেলা দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ। বৃহস্পতিবার (৬ মে) শিক্ষা মন্ত্রণালয়ের (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ, বেসরকারি মাধ্যমিক-২ শাখা) নির্দেশক্রমে উপসচিব আনোয়ারুল হক স্বাক্ষরিত এক স্মারকে এই স্বীকৃতি ঘোষণা করা হয়েছে।

তিনি স্বারকে উল্লেখ করেন, ‘‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট-এর অধীন দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাদি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল হতে পরিশোধ করার শর্তে উচ্চ মাধ্যমিক পর্যায়ে একাডেমিক স্বীকৃতি প্রদানে মন্ত্রণালয়ের সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো’’।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪