খাজাঞ্চী ইউনিয়ন প্রবাসী জনকল্যাণ সংস্থার খাদ্যসামগ্রী বিতরণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: সৌদি আরবের জেদ্দাস্থ খাজাঞ্চী ইউনিয়ন প্রবাসী জনকল্যাণ সংস্থার উদ্যোগে সিলেটের বিশ্বনাথে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের অসহায়-দরিদ্র-সুবিধাবঞ্চিত ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার খাজাঞ্চী স্টেশন বাজারে আনুষ্ঠানিকভাবে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, পিয়াজ, আলু ও ছোলা।

অনুষ্ঠানে সংস্থার ওয়ার্ড প্রতিনিধিদের হাতে খাদ্যসামগ্রী হস্তান্তর করা হয়। এরপর প্রতিনিধিরা নিজ নিজ ওয়র্ডের অসহায়-দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের বাড়িতে পৌঁছে দেন খাদ্যসামগ্রী।

খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে খাজাঞ্চী ইউনিয়ন প্রবাসী জনকল্যাণ সংস্থার সহ সভাপতি সাজ্জাদুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস মান্না, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম পিপন, প্রচার সম্পাদক আবদুল্লাহ তালুকদার, সহ প্রচার সম্পাদক জাবেদ হোসেন, সদস্য সাদ মিয়া, ফারুক মিয়া, মখলিছ আলী, সংগঠক আবুল কালাম, খালেদুর রহমান লাকি, মারুফ ও আবেদ হাসান গণিসহ অনেকেই উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪