বিশ্বনাথনিউজ২৪ :: হামলা ঠেকাতে সিলেটের বিশ্বনাথসহ সারাদেশের সকল থানায় বসানো হচ্ছে এলএমজি পোস্ট। হামলাসহ যে কোনো ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিশ্বনাথ থানায় ইতোমধ্যে সিমেন্টের বস্তা দিয়ে তৈরী করা হয়েছে বাংকার। এই বাংকারে বসবে লাইট মেশিনগান (এলএমজি)।
পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় বৃহস্পতিবার থেকে বিশ্বনাথ থানায় এমন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মুসা।
এছাড়া ঝুঁকির মাত্রা বিবেচনায় প্রতিটি থানায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। কোনো দুষ্কৃতকারী কোনো ধরনের হামলা চালানোর চেষ্টা করে আর পার পাবে না। প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।