বিশ্বনাথনিউজ২৪ :: গত ২৮ শে মার্চ যুক্তরাজ্যে সম্পন্ন হয়েছে বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকমের চেয়ারম্যান, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক ও হাজী ইন্তাজ আলী মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান মিছবাহ উদ্দিনের বড় মেয়ের বিয়ে। মহামারী করোনা ভাইরাসের কারণে ইচ্ছে থাকা সত্বেও বড় পরিসরে মেয়ের বিয়ের আয়োজন করতে না পারায় বিয়ের দিন তিনি ব্যক্তিক্রমী একটি আয়োজন করেন। তার পক্ষ থেকে নিজ বিশ্বনাথ পৌর শহরে প্রায় ৪ শতাধিক অসহায় চিন্নমুল মানুষের মধ্যে বিতরণ করা হয় খাবার।
মিছবাহ উদ্দিন তার মেয়ে মারজানা মিছবাহ তামান্না ও জামাতা মোহাম্মদ আজিম এর দাম্পত্ব জীবন যাতে সুখের হয়, সেজন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।
খাবার বিতরণকালে বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, যুগ্ম সম্পাদক ও বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকম’র সম্পাদক-প্রকাশক এমদাদুর রহমান মিলাদ, প্রেসক্লাবের সদস্য নূর উদ্দিন, জামাল মিয়া, ব্যবসায়ী আব্দুন নুর, রুবেল মিয়া, সংগঠক আব্দুস সালাম মুন্না ও আফজল হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন।