Search
Close this search box.

বিশ্বনাথে আইডিয়াল সমাজসেবা পরিষদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: অসহায় সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার ব্রত নিয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বন্ধুয়া গ্রামের একজাক তরুণ ‘‘দুঃখি মানুষের আশার বাতিঘর’’ এই শ্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠা করেন আইডিয়াল সমাজসেবা পরিষদ। মেডিকেল ক্যাম্প আয়োজন করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের বিনামূল্যে চিকিৎস সেবা প্রদানের মধ্যদিয়ে পালন করা হয়েছে সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষির্কী।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় বন্ধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার প্রায় দুই শতাধিক মানুষকে চিকিৎসা প্রদান করেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী অধ্যাপক ডাক্তার শামসুল ইসলাম মঞ্জু ও বিশিষ্ট চিকিৎসক লুবাবা ইয়াসমিন।

আইডিয়াল সমাজসেবা পরিষদের সভাপতি আব্দুর রব সরকারের সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন। উদ্বোধকের বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র প্রবাসী রায়হান আহমদ।

সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা সাদিক সিরাজীর পরিচালানয় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী অধ্যাপক ডাক্তার শামসুল ইসলাম মঞ্জু, স্থানীয় ইউপি সদস্য হবিবুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ফজর আলী, বন্ধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল রঞ্জন গোস্বামী, সহকারী শিক্ষক সোহেল মিয়া ও গ্রাম ডাক্তার ঐক্য সোসাইটির বিশ্বনাথ পৌর শাখার সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি রফিক আহমদ এবং মোনাজাত পরিচালনা করেন বন্ধুয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ শাফি উদ্দিন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জাহেদা বেগম, গ্রামের মুরব্বি মাওলানা আব্দুস সোবহান, ইসরাইল আলী, কুদ্দুস আলী, নোয়াব আলী ও আইডিয়াল সমাজসেবা পরিষদের সিনিয়র সহ-সভাপতি ছালেহ আহমদ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ জসীম, সহ-সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক নোমান আহমদ, কোষাধ্যক্ষ আবু সুফিয়ান, সমাজকল্যাণ সম্পাদক আজাদ মিয়া, প্রচার সম্পাদক এম এ সাইদ, সহ প্রচার সম্পাদক গোলজার আহমদ ইমন, অফিস সম্পাদক রহীম আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহিদ, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্র কল্যাণ সম্পাদক নাজমুল ইসলাম, নির্বাহী সদস্য জাকির হোসেন, নাজিম উদ্দিন, সাকিব হাসান, হেলালুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ