বিশ্বনাথনিউজ২৪ :: সিলেট জেলা শ্রেষ্ঠ এসআই এর সম্মাননা পেয়েছেন বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ শর্ম্মা।
মাদক দমন, সাজাপ্রাপ্ত আসামী ও ওয়ারেন্ট তামিলসহ সার্বিক বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে শ্রেষ্ঠত্বের পুরষ্কার দেয়া হয়।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সিলেটের রিকাবীবাজারের পুলিশলাইনস্থ এসপিএম সামছুল হক মিলনায়তনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁকে শ্রেষ্ঠ এসআই হিসেবে ঘোষণা দিয়ে ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলার পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএমসহ জেলার সকল দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে সিলেটের প্রতিটি থানার অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) গণ উপস্থিত ছিলেন।