নিজস্ব প্রতিবেদক :: জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) হিসেকে হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্বনাথের কৃতি সন্তান মুর্শেদা জামান চৌধুরী। তাকে ডিসি নিয়োগ দিয়ে বৃহস্পতিবার সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
ইতিপূর্বে মুর্শেদা জামান চৌধুরী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সংযুক্ত উপসচিব পদে কর্মরত ছিলেন। বিশ্বনাথে ইতিহাসে তিনি প্রথম মহিলা জেলা প্রশাসক হওয়ার রেকর্ড গড়লেন।
পূন্যভূমি সিলেটের এক আলোকিত জনপদ বিশ্বনাথ। মফস্বল বা উপজেলা সদরের এ জনপদটি অনেকটা রক্ষণশীল বলা যায়। তবে সাম্প্রতিক সময়ে রক্ষণশীলতার বেধ ডিঙ্গিয়ে আমাদের জায়া জননীরা আজ দেশে-বিদেশে বিভিন্ন পেশায় তাদের প্রতিভার আলো ছড়াচ্ছেন। তাদেরই একজন হলেন উপজেলার দশঘর ইউনিয়নের রায়খেলী গ্রামের বিশিষ্ট আইনজীবী এডভোকেট মুরাদুজ্জামান চৌধুরীর জৈষ্ঠা কন্যা মুর্শেদা জামান চৌধুরী।