বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে অভিযান পরিচালনা করে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেল ৩টার দিকে পৌরশহরের নতুন বাজারে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বর্ণালী পাল।
আদালত পরিচালনাকালে মৎস্য ও পশু খাদ্য আইনে মেসার্স শাহজালাল ট্রেডার্সকে ২ হাজার টাকা, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে শাহজালাল পোল্ট্রি ফার্মকে ৫ হাজার টাকা ও ভোক্তা অধিকার আইনে বিসমিল্লাহ হোমিও হলকে ২ হাজার জরিমানা করা হয়। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুস শহীদ হোসেন ও থানার শিক্ষানবীশ উপ-পরিদর্শক (পিএসআই) অমিত সিংহ প্রমুখ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বর্ণালী পাল। তিনি দৈনিক আমাদের সময়কে বলেন, এই অভিযান অব্যাহত থাকবে।